সংক্ষিপ্ত
- তৃণমূল নেতাকে খুনের অভিযোগ রায়গঞ্জে
- মৃত তৃণমূল নেতা কৃপা পোদ্দার
- তৃণমূলের জেলা পরিষাদ সদস্যের স্বামী ওই নেতা
- খুনের অভিযোগ নিহতের স্ত্রী এবং রাজ্যের মন্ত্রীর
নতুন দোতলা বাড়ি তৈরি করছিলেন তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রী। সেই বাড়ির সামনে থেকেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। নিহত তৃণমূল নেতা কৃপা পোদ্দার (৪৯) তৃণমূলের জেলা পরিষদ সদস্য মামনি পোদ্দারের স্বামী।
শুক্রবার সকালে ইসলামপুর থানার মিলনপল্লি এলাকায় নিজের নির্মীয়মাণ বাড়ির সামনে বাঁশের সঙ্গে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং ইসলামপুরের পুলিশ সুপার সচিন মাক্কার। নিহতের স্ত্রীর মতোই মন্ত্রীও খুনের অভিযোগই তুলেছেন।
পোদ্দার দম্পতি ইসলামপুর শহরের মিলনপল্লি এলাকায় নতুন বাড়ি তৈরি করছিলেন। বৃহস্পতিবার রাতে গোয়ালপোখরের নন্দঝাড় গ্রামের বাড়ি থেকে ইসলামপুরে মিলনপল্লিতে নতুন বাড়িতে যান কৃপা পোদ্দার। এ দিন সকালে নিজের নতুন বাড়ির সামনেই ওই তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও এই ঘটনায় সরাসরি বিজেপি-র নাম করেননি মন্ত্রী বা নিহত তৃণমূল নেতার স্ত্রী। তবে মামনি পোদ্দারের দাবি, এর আগেও বেশ কয়েকবার তাঁর স্বামীর উপরে হামলা হয়েছে।