সংক্ষিপ্ত

' শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে',  অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানাতে গিয়েও খোঁচা দিলেন বাবুল সুপ্রিয়। এদিকে রবিবারই বাংলায় আসছেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার আগেই অগ্নিমিত্রাকে নিশানা করলেন একসময়ের সহকর্মী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 

 

' শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে', আসানসোলে প্রার্থী হওয়ায় বন্ধু অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) শুভেচ্ছা জানাতে গিয়েও খোঁচা দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিকে রবিবারই বাংলায় আসছেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার আগেই অগ্নিমিত্রাকে নিশানা করলেন একসময়ের সহকর্মী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উল্লেখ্য, রবিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট প্রচারও করলেন  তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।

'শত্রুঘ্ন-ঝড়ে উড়ে যাবে অগ্নিমিত্রা'

এবারে আসানসোল থেকে বিজেপির পদ প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। একসময়ে অগ্নিমিত্রার সঙ্গে প্রায় সবসময়ই বাবুলকে দেখা যেত। বলতে গেলে নিজের হাতে গড়া, রাজনীতিতে অগ্নিমিত্রার হাতে খড়ি বাবুলসুপ্রিয়র হাতেই, অন্তত তেমনি দাবি বালিগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থীর। বাবুলের কথায়,  'আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে'। যদিও দমবার পাত্রী নন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা পাল্টা বলেছেন, আমার রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয় দেখে নয়, নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে এসেছি। বাবুল সুপ্রিয় ভাল বন্ধু হতে পারেন, তবে রাজনীতিতে ও এখন আমার শত্রু। নরেন্দ্র মোদীই আমার অনুপ্রেরণা। আর সে কারণেই তিনি যে বিজেপিতে যোগ দিয়েছেন, তা প্রায়শই বলে থাকেন অগ্নিমিত্রা পাল। একসময়ের বন্ধু বাবুল সুপ্রিয়ের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পাল সাফ জানিয়েছেন, আমার রাজনৈতিক আইকন নরেন্দ্র মোদির নের্তৃত্বে আমার হোমটাউন আসানসোলের উন্নয়নই হবে আমার অন্যতম প্রধান কাজ।

আরও পড়ুন, 'শুভেন্দুর সঙ্গে নিজের স্তরকে মেলাচ্ছেন বাবুল', বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

ভোটপ্রচারে বাবুল, আজ বাংলায় আসছেন শত্রুঘ্ন সিনহা

উল্লেখ্য, রবিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট প্রচার করলেন। ৬৪ নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর জনসংযোগ করলেন বাবুল সুপ্রিয়। মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের সুবিধা-অসুবিধা কোথাও সাধারণ লোক তাকে বলেছেন। তার পাশাপাশি বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলবেন বলে বাবুল। অপরদিকে, এদিনই রাজ্য়ে আসছেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্য়ে সাড়ে সাতটায় মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে নামবেন   শত্রুঘ্ন সিনহা। এরপরেই আসানসোলের গ্র্যান্ড হোটেলে উঠবেন। তারপর সোমবার নিজের মনোনয়ন জমা দেবেন এই তারকা প্রার্থী। তবে ভারতীয় ছবির এই লেজেন্ডকে দেখার জন্য উৎসাহের শেষ নেই আসানসোলবাসীর। তবুও সেলেব প্রার্থী হলেই যে অবধারিত ভাবে জয় আসে, কিংবা সাধারণ যাকে দেখে ভিড় জমান , তাকেই আদতে নির্বাচনে ভোট দিয়ে জেতান, এই কনসেপ্টটা একুশের বিধানসভার ভোটের পর কার্যত বদলে গিয়েছে। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে সমীকরণ কি বদলাবে, নাকি আসানসোলে একুশের ফলই প্রভাব ফেলবে বাইশের ভোটেও।