সংক্ষিপ্ত

  • রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফলাফল
  • এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন
  • পরীক্ষা শেষ হয়েছিল ১৩ই মার্চ

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন। পরীক্ষা শেষ হয়েছিল ১৩ই মার্চ। মাত্র ৭৪ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে এবার উচ্চমাধ্যমিকের ফলাফল। স্কুলের সীমারেখা পেরিয়ে কলেজে যাওয়ার প্রকাশ পথ এই পরীক্ষার ফলাফল নিয়ে কার্যত অপেক্ষায় এই মুহূর্তে ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল ১১টা থেকে সংসদ নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। 

পাশাপাশি সোমবারই জানিয়ে দেওয়া হবে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সময়সূচি। এবার মার্কশিটে থাকছে মোট নম্বরের পাশাপাশি গ্রেডেশন ব্যবস্থাও থাকছে। সোমবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষনা করা হবে ফলাফল। এই ওয়েব সাইটগুলি থেকে আপনি জানতে পারবেন রেজাল্ট- wbchse.nic.in, wbresults.nic.in, exametc.com, results.shiksha, westbengal.shiksha, westbengalonline.in, indiaresults.com, examresults.net, technoindiagroup.com, technoindiauniversity.ac.in, tigpublicschool.org। এছাড়া মোবাইল ফোনেও জানা যাবে ফলাফল। মোবাইলের রাইট ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন WB12<রোল নম্বর> আর টাইপ করে পাঠিয়ে দিন 54242/ 56263/5676750 নম্বরে। চটজলদি ফোনে চলে আসবে রেজাল্ট।