ঘরেতে সেই ভাবে মিলছে না মোবাইলে নেটওয়ার্ক, গাছের মগডালে ঘর বানালেন বেলপাহাড়ির এক যুবক

লকডাউনে যখন মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না তখনই ঝাড়গ্রাম জেলার বরুণ দাস বন্ধুদের সঙ্গে নিয়ে গাছেই বানিয়ে ফেললেন আস্ত ঘর । ২০২০ ও ২০২১ সালে তাঁর এই স্টাডি রুম দারুন কাজে লেগেছে ।

/ Updated: Feb 17 2023, 09:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে গাছেই স্টাডি রুম বানিয়েছে এক যুবক | লকডাউনে  মোবাইলে নেটওয়ার্ক অনলাইন ক্লাস করার জন্য বরুণ দাস এই ঘর  বানায় | ছোটা ভিম কার্টুন থেকে অনুপ্রানিত হয়ে এই স্টাডি রুম বানিয়ে ফেলে | ২০২০ ও ২০২১ সালে তাঁর এই স্টাডি রুম দারুন কাজে লেগেছে তার | অনেক স্কুল ও কলেজ পড়ুয়া এই  স্টাডি রুমে পড়াশোনা করতে আসে | এখনও নেটওয়ার্ক না এলে এই ঘরেই যাবতীয় কাজকর্ম করেন বরুন দাস |