'নেশায় বুঁদ থাকত অভিযুক্ত মানস সিং, ঘুড়ির লোভ দেখিয়ে খুন, মিথ্যা প্রচার হচ্ছে', বালুরঘাট নাবালক খুনে চাঞ্চল্যকর তথ্য

নেশায় বুঁদ থাকত অভিযুক্ত মানস সিং, 'ঘুড়ির লোভ দেখিয়ে খুন, এটা মিথ্যা প্রচার হচ্ছে, বালুরঘাট নাবালক খুনে চাঞ্চল্যকর তথ্য। বালুরঘাটে আট বছরের নাবালকের দেহ উদ্ধার ঘটনায় সোমবারও থমথমে পরিবেশ। সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে সেখানে।

/ Updated: Nov 07 2022, 06:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নেশায় বুঁদ থাকত অভিযুক্ত মানস সিং, 'ঘুড়ির লোভ দেখিয়ে খুন, এটা মিথ্যা প্রচার হচ্ছে, বালুরঘাট নাবালক খুনে চাঞ্চল্যকর তথ্য। বালুরঘাটে আট বছরের নাবালকের দেহ উদ্ধার ঘটনায় সোমবারও থমথমে পরিবেশ। সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে সেখানে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। অভিযুক্ত মানস সিং-সহ পরিবারের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ অভিযুক্ত চারজনকেই বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়েছে। ১০ দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত। খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবেন বললেন স্থানীয়রা।