Agnimitra Paul : 'আপনি ধর্ষণের সময় ওখানে ছিলেন?' অগ্নিমিত্রার এই প্রশ্ন শুনেই পালালো থানার ওসি! দেখুন

'আপনি কি ওখানে ছিলেন যখন ধর্ষণ হয়েছিল?' 'আপনি জানলেন কি করে সঞ্জয় রায় মেন লোক?' অগ্নিমিত্রার এই প্রশ্ন শুনেই পালালো থানার ওসি! ঘটনাস্থল আসানসোল কর্পোরেশনের সামনে। এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ।

/ Updated: Aug 26 2024, 06:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'আপনি কি ওখানে ছিলেন যখন ধর্ষণ হয়েছিল?' 'আপনি জানলেন কি করে সঞ্জয় রায় মেন লোক?' অগ্নিমিত্রার এই প্রশ্ন শুনেই পালালো থানার ওসি! ঘটনাস্থল আসানসোল কর্পোরেশনের সামনে। এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ। অবরোধ তুলতে আসেন আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু। এরপরেই অগ্নিমিত্রা পালের তাড়া খেয়ে পালায় এই পুলিশ অফিসার।