সংক্ষিপ্ত
ভোটের ডিউটি করতে গোপন তথ্য ফাঁস! নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি কর্মচারীরা
শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচণ প্রক্রিয়া! এর মধ্যেই উঠে এল এক গুরতর অভিযোগ। ভোটের ডিউটি পালন করা সরকারি কর্মীদের মোবাইল নম্বর থেকে শুরু করে বাড়ির ঠিকানা থেকে আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর- সবকিছুই নাকি ফাঁস হয়ে যাচ্ছে। এর ফলে আশঙ্কায় ভুগছেন ভোটের ডিউটি পাওয়া সরাকরি কর্মচারীরা।
কোন পোলিং পার্টির সঙ্গে কোন সরকারি কর্মচারীকে ডিউটি করতে হবে, কোন ব্লকে কোন সরকারি কর্মচারীদের কাজ পড়বে, সেই সম্বন্ধিত সকল তথ্যই নাকি রাজনৈতিক দলগুলির কাছে চলে যাওয়ার অভিযোগ উঠছে। যে কারণে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন তাঁরা। একইসঙ্গে বাড়ির ঠিকানা ফাঁস হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে ভোটকর্মীদের পরিবারের সদস্যদের নিরাপত্তাও।
এ প্রসঙ্গে সরকারি কর্মীরা জানান, "এই বিষয়ে কমিশনকে অবগত করার পর তাঁদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগে যেখানে ভোটের ডিউটিতে পাঠানোর কথা ছিল, সেটা বদল করতে হবে।" যদি এমনটা না হয়, তাহলে কমিশনের অফিসে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।