Duttapukur : 'তোর বউ তো খুব সুন্দর!' এরপরেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা! দেখুন

মদের আসরে বউকে কটুক্তি, সহকর্মীর হাতে খুন হলেন অপর সহকর্মী। দত্তপুকুরে মিষ্টির দোকানের কর্মী খুনে গ্রেপ্তার সহকর্মী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার বিশ্বজিৎ দাস। 'ধৃত জেরায় খুনের কথা স্বীকার করেছেন'।

Share this Video

মদের আসরে বউকে কটুক্তি, সহকর্মীর হাতে খুন হলেন অপর সহকর্মী। দত্তপুকুরে মিষ্টির দোকানের কর্মী খুনে গ্রেপ্তার সহকর্মী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেপ্তার বিশ্বজিৎ দাস। 'ধৃত জেরায় খুনের কথা স্বীকার করেছেন'। 'রাগের বশে সহকর্মীকে খুন করেছে বলে জানিয়েছেন অভিযুক্ত'। জানালেন অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি। সব দিক খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ

Related Video