গোসাবার আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা

গোসাবার আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে জেরে ধৃত ১০। পঞ্চায়েত সদস্য লক্ষন মান্না,পঞ্চায়েত প্রধানের স্বামী মোহন বিশ্বাস সহ দশ তৃনমূল কর্মীকে গ্রেফতার করলো গোসাবা থানার পুলিশ।

/ Updated: Oct 31 2024, 08:36 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গোসাবার আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে জেরে ধৃত ১০। পঞ্চায়েত সদস্য লক্ষন মান্না,পঞ্চায়েত প্রধানের স্বামী মোহন বিশ্বাস সহ দশ তৃনমূল কর্মীকে গ্রেফতার করলো গোসাবা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এলাকায় গন্ডগোল, মারামারি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আলিপুর আদালতে পাঠালো গোসাবা থানার পুলিশ।