কুন্তল ঘোষের আরও এক জালিয়াতির পর্দা ফাঁস, বকেয়া পাওনা চাইতেই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি!
তৃণমূল নেতা কুন্তল ঘোষের আরও এক কীর্তির পর্দা ফাঁস। ঠিকাদারের সাথে লক্ষ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ! কলেজ পুননির্মাণ কাজের ৩৫ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ। বকেয়া টাকা চাইতেই প্রানে মারার হুমকি ঠিকাদার শাজাহান খাঁ-কে। এমনই অভিযোগ শাজাহান খাঁ'র।
তৃণমূল নেতা কুন্তল ঘোষের আরও এক কীর্তির পর্দা ফাঁস। ঠিকাদারের সাথে লক্ষ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ! কলেজ পুননির্মাণ কাজের ৩৫ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ। বকেয়া টাকা চাইতেই প্রানে মারার হুমকি ঠিকাদার শাজাহান খাঁ-কে। এমনই অভিযোগ শাজাহান খাঁ'র। কুন্তল ঘোষ গ্রেপ্তার হতেই চিন্তায় ঘুম উড়েছে ঠিকাদারের। বকেয়া টাকা ফেরতের দাবী ঠিকাদারের। হুগলির ধনিয়াখালীর মধুপুর এলাকায় কুন্তল ঘোষের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। ২০১৬ সালে কুন্তল ঘোষের সঙ্গে চুক্তি হয় কোর্ট পেপারে। ৩৫ লক্ষ টাকায় কলেজ পুননির্মাণ কাজের চুক্তি হয়। এখনও বকেয়া প্রায় ৩৩ লক্ষ টাকা।