- Home
- West Bengal
- West Bengal News
- ছিপছিপে হয়ে গেছেন অনুব্রত মণ্ডল, তিহার জেলের কড়া অনুশাসনে ২ বছরে ওজন কমেছে ৩০ কিলো
ছিপছিপে হয়ে গেছেন অনুব্রত মণ্ডল, তিহার জেলের কড়া অনুশাসনে ২ বছরে ওজন কমেছে ৩০ কিলো
অবশেষে কুখ্যাত তিহার জেলে থেকে মুক্তি পাচ্ছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘ জেলযাত্রায় তাঁর ওজন কমেছে প্রায় ৩০ কিলো।
- FB
- TW
- Linkdin
অনুব্রত মণ্ডল
বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সোমবার মুক্তি পেতে পারেন তিবার জেল থেকে।
তিহার জেলে ছিলেন
প্রায় ১৮ মাস ছিলেন তিহার জেলে। দিল্লির রাউন অ্যাভেনিউ আদালত ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে।
সোমবার জেল মুক্তি
সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার জেল থেকে বেরিয়ে আসতে পারেন অনুব্রত মণ্ডল। ওইদিনই তিনি ফিরতে পারেন কলকাতায়।
তিহারের কড়া অনুশাসন
ভারতের কুখ্যাত জেলগুলির একটি হল তিহার জেল। এই জেলের অনুশাসন অত্যন্ত কড়া।
তাতেই কামাল
তিহার জেলের কড়া অনুশাসনেই কামাল করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তাঁর ওজন প্রায় ৩০ কিলো কমেছে।
অনুব্রত ওজন
২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ১১৫ কেজি। ২০২৩ সালেই ৯১ কেজি হয়েছিল। অর্থাৎ গত বছরই তাঁর ওজন ৬ কেজি কমেছিল।
এখন ৩০ কিলো
জেল সূত্রের খবর বর্তমানে অনুব্রত ওজন আরও ৬ কিলো কমেছে। অর্থাৎ এখন তাঁর ওজন ৮৫ কিলো।
ওজনের জন্য অসুস্থ
অনুব্রতর ঘনিষ্টরা একটা সময় জানিয়েছিলেন অতিরিক্ত ওজনের জন্য তাঁর শরীরিত অস্বস্তি ছিল। একাধিক রোগ শরীরে বাসা বেঁধেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন'কেষ্টর মাথায় অক্সিজেন যায় না। ' তবে ওজন কমায় অনেকটাই সুস্থ অনুব্রত।
মেয়ে নিয়ে প্রত্যাবর্তন
সূত্রের খবর সোমবারই মেয়ে সুকন্যাকে নিয়ে কলকাতা ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। তারপর যেতে পারেন বীরভূমের।
মমতার ঘনিষ্ট
তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট যেসব নেতারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে কেষ্ট বলেই ডাকেন। গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত।