ক্রেতা সেজে হানা দেগঙ্গায়, আসাদুজ্জামানের বাড়ি থেকে বাজেয়াপ্ত ১০০ কোটি টাকার প্রত্নতাত্ত্বিক জিনিস

ক্রেতা সেজে প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিসের খোঁজে দেগঙ্গার হাদিপুরে অভিযান অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টির । টোপ দিতেই গোডাউন থেকে বার করে একের পর এক সামগ্রী ।

/ Updated: Jan 15 2023, 10:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেগঙ্গার চন্দ্রকেতুগড়েই ছিল মৌর্য এবং কুষান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামানের বাড়ি থেকেই প্রচুর পরিমানে প্রাচীন প্রত্নতাত্বিক জিনিস বাজেয়াপ্ত করেছেন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টি। যার বাজার মূল প্রায় ১০০ কোটি টাকা।

ক্রেতা সেজে প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিসের খোঁজে শুক্রবার দেগঙ্গার হাদিপুরে অভিযান চালান অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টি। দেগঙ্গা থানার পুলিশের সহায়তায় এদিন হাদিপুরের বাসিন্দা আসাদুজ্জামানের বাড়ি থেকেই প্রচুর পরিমানে প্রাচীন প্রত্নতাত্বিক জিনিস বাজেয়াপ্ত করেছেন তারা। বাজেয়াপ্ত প্রত্নতাত্ত্বিক জিনিসের আনুমানিক মুল্য ১০০ কোটি টাকা হতে পারে বলেই ধারনা অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল বিপ্লব রায়ের।