‘ভোটের সময় ভোট দাও ভোট দাও! এখন আর দেখা নেই’ বিস্ফরক অভিযোগ বন্যা কবলিত কৃষকদের

প্রবল বর্ষায় ক্ষতি কৃষকদের। জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল। এমনি চিত্র দেখা দিলো রানাঘাট এক নাম্বার ব্লকের নপাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর সাহেবডাঙ্গা এলাকার। একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়ে মাথায় হাত।

/ Updated: Sep 21 2024, 03:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রবল বর্ষায় ক্ষতি কৃষকদের। জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল। এমনি চিত্র দেখা দিলো রানাঘাট এক নাম্বার ব্লকের নপাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর সাহেবডাঙ্গা এলাকার। একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়ে মাথায় হাত। কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন একাধিক কৃষক। বন্যার জলে ফসল ভর্তি প্রতিটি কৃষি জমি জলের তলায়। আগামী দিন কিভাবে কৃষি ঋণ শোধ করবেন তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় কাটছে দিন। কৃষকদের অভিযোগ সরকার থেকে এখনও কোন সাহায্য আসেনি।