- Home
- West Bengal
- West Bengal News
- ২০২৬ সালেই মমতার রাজনীতি থেকে অবসর? ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী
২০২৬ সালেই মমতার রাজনীতি থেকে অবসর? ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী
২০২৬ সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার ক্ষমতা দখল করবেন? বঙ্গ তথা ভারতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ মোদী বিরোধী মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতার নাম ওপরে রয়েছে।

মমতার ভবিষ্যৎ বলে দিলেন জ্যোতিষী
২০২৬ সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার ক্ষমতা দখল করবেন? বঙ্গ তথা ভারতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ মোদী বিরোধী মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতার নাম ওপরে রয়েছে। তিনি দেশের যে দুই জন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন তারমধ্যে একজন। তিনি বিজোপির বিরোধী দলের মুখ্যমন্ত্রী। কেন্দ্র-রাজ্য বিবাদ তাঁর জমানায় প্রায়ই দেখা যায়। এই রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপির। তাই কেন্দ্রীয় শাসক দল এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে কিনা সেটাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের ভোটে জিতবেন কিনা তা নিয়ে বছরখানের পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছেন বিশিষ্ট জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রী।
অঙ্কিত অগ্নিহোত্রী
দেশের বিশিষ্ট জ্যোতিষীদের মধ্যে এতজন অঙ্কিত অগ্নিহোত্রী। চলতি মাসের প্রথম দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন একটি পডকাস্টে। নিজেন ফেসবুক পেজ অ্যাস্ট্রোম্য়ানিয়েতে সেটি তিনি পোস্ট করেছে। ভারতের শীর্ষস্থানীয় অ্যাস্ট্রোলজি ইন্সিনিটিউট ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রী। তাঁর ফেসবুকে অনুগামীর সংখ্যা প্রায় ৫৩ হাজার। শুধু মমতা নয়, একাধিক রাজ্যনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।
মমতাকে নিয়ে বার্তা
রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। ৭-১০ মাস। কিন্তু এখনই অঙ্কিত জানিয়েছে মমতা - সরকারের বিদায় নিশ্চিত। তিনি বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত। তিনি ১০০% গ্যারেন্টিও দিয়েছেন। বাংলায় পরির্তন হবে। তিনি বলেছেন বাংলার ক্ষমতা দখল করবে বিজেপি। অঙ্কিত বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলি বলছেন এটাই তাঁর শেষ নির্বাচন লড়াই। তারপর রাজ্য বা কেন্দ্রে কোনও রাজনীতিতেই সক্রিয় থাকবেন না মমতা। তিনি বলেছেন, মমতার কুণ্ডলী অনুযায়ী ওনার বুধের মহাদশা শুরু হবে।
মোদীকে নিয়ে ভবিষ্যদ্বাণী
অঙ্কিত অগ্রিহোত্রী বলেছেন, ২০২৭-এর জুলাইয়ের পূর্বেই নরেন্দ্র মোদী অবসর নেবেন। তার পূর্বেই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাবে ভারত। পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। ২৭-এর আগে ক্ষমতা থেকে নরেন্দ্র মোদীকে সরানো প্রায় অসম্ভব। মোদীর অবসরের পর ভারতে বিজেপি সরকারের পতন হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে নেতৃত্বে একটি বড় পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি।
অঙ্কিতের ভবিষ্যৎদ্বাণী
ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। এমকে স্ট্যালিন দ্বিতীয়বার ক্ষমতা দখল করবেন। বাংলাদেশে ইউনুস সরকারের পতন হবে চলতি বছর সেপ্টেম্বর - অক্টোবর মাসে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির সেদেশের ক্ষমতার পরিবর্তন করবেন।

