শিক্ষিত হওয়াতেই জঙ্গিদের নজর পড়েছিল তানিয়া পারভিনের উপর? নতুন করে উঠছে প্রশ্ন
লস্কর লিঙ্কম্যান? আইএসআই চর? ২০২০ সালে বাদুড়িয়া থেকে ধৃত তানিয়া পারভিন। তিন বছর পার কেমন আছে তানিয়ার পরিবার। মেয়ে জঙ্গি যোগে ধৃত, বিপাকে পরিবার। বাবা সামান্য রাজমিস্ত্রি। মেয়ে জঙ্গি, লজ্জায় কাজ ছেড়েছেন মা।
লস্কর লিঙ্কম্যান? আইএসআই চর? ২০২০ সালে বাদুড়িয়া থেকে ধৃত তানিয়া পারভিন। তিন বছর পার কেমন আছে তানিয়ার পরিবার। মেয়ে জঙ্গি যোগে ধৃত, বিপাকে পরিবার। বাবা সামান্য রাজমিস্ত্রি। মেয়ে জঙ্গি, লজ্জায় কাজ ছেড়েছেন মা। একমাত্র ভাই সে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল তানিয়া পারভিন। বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় দক্ষ ছিল সে। বরাবরই নমনীয়, শান্ত ও ভদ্র স্বভাবের তানিয়া পারভিন। গ্রামেই অনেকে তার কাছে পড়তে আসত। এমনটাই মত গ্রামবাসীদের। গ্রামবাসীদের আরও দাবী, তানিয়াকে মুক্তি দেওয়া হোক। আবার সে গ্রামে ফিরে আসুক। মেধাবী ছাত্রী হয়েও কিভাবে জঙ্গি দলে যোগ দিল তানিয়া? তাহলে কি শিক্ষিত-মেধাবীরাই জঙ্গিদের লক্ষ্য?