সংক্ষিপ্ত

দক্ষিণ দিনাজপুরের তিন দিকেই বাংলাদশ সীমান্ত। জেলার সীমান্তবর্তী এলাকাগুলি কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। কিন্তু কিছু এলাকায় ভৌগলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়নি।

 

মালদার পর এবার দক্ষিণদিনাজপুর। বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিল বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র বাধায় খোলা সীমন্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বাধা পেল ভারতীয় সীমান্ত বাহিনী বা বিএসএফ। এর আগে মালদায় একই কাজ করেছিল বিজিবি।

দক্ষিণ দিনাজপুরের তিন দিকেই বাংলাদশ সীমান্ত। জেলার সীমান্তবর্তী এলাকাগুলি কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। কিন্তু কিছু এলাকায় ভৌগলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়নি। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে সীমান্তে বিএসএফ নজরদারি বাড়িয়েছে। আর সেই কারণেই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ চলছে। কিন্তু বাংলাদেশ চাইছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বিএসএফ করুন। তাই বারবার বাধা দিচ্ছে বলে অভিযোগ।

বিজিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাটি সমান করার যন্ত্র আনতে বাধা দেওয়ার। দুই দিন আগেই বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমন্তে পুকুর ও একটি গ্রামের সঠিকভাবে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল না। সেখানেই বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। যদিও পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। কিন্তু বন্ধ রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ।

সোমবার মালদহে কালিয়াচক - ৩ নম্বর ব্লকের অন্তর্গত বাখরাবাদ পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করেছিল কেন্দ্র পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফ। এই এলাকাটি বৈষ্ণবনগর থানার অধীন। অভিযোগ বিএসএফ কাজ শুরু করার পরই কাজে বাধা দিতে ছুটে আসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিজেপি। বিজিবি-র আধিকারিকদের দাবি এই এলাকা বাংলাদেশের অধীনে পড়ে। তাই বিএসএফ সেখানে কাঁটাতার বসাতে পারবে না। তাই নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বচসা শুরু হয়।

স্থানীয় সূত্রের খবর দীর্ঘ দিন ধরেই এই এলাকা অরক্ষিত অবস্থায় রয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে। তাই আতঙ্ক ছিল স্থানীয়দের মধ্যে। এই এলার অন্যপাশে বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানা এলাকা। সরকারি নির্দেশিকা অনুযায়ী সীমান্ত কাঁটাবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ শুরু হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।