পাকিস্তানের নম্বর থেকে অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের মুখ, পুলিশে অভিযোগ প্রধান শিক্ষিকার

অশ্লীল ছবিতে বসান হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ। তারপর সেই ছবি পাঠান হচ্ছে প্রধান শিক্ষিকাকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করলেন বারাসত কালী কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত।

/ Updated: Jun 28 2024, 02:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অশ্লীল ছবিতে বসান হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ। তারপর সেই ছবি পাঠান হচ্ছে প্রধান শিক্ষিকাকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করলেন বারাসত কালী কৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত। বৃহস্পতিবার দিনভর তাকে একাধিক নম্বর থেকে অশ্লীল ছবি পাঠান হয়েছে। যেখানে তার প্রাক্তন ছাত্রীদের ছবি দেওয়া হয়। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান প্রধান শিক্ষিকা। এ ছাড়াও তাঁর কাছে টাকা চাওয়া হয়। বেশ কিছুদিন আগে ওই প্রধান শিক্ষিকা বারাসাত কালী কৃষ্ণ স্কুলের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রাখতে বাধা দেন। ফলত নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন সব ছাত্রীরাই। এক্ষেত্রে এই সিদ্ধান্ত অপছন্দ হয়েছে এমন কেউ যদি অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের ছবি বসিয়ে বিপাকে ফেলতে চাইছে কি না  তাও খতিয়ে দেখছে পুলিশ। যেই নম্বর থেকে ছবিগুলো পাঠান হয়েছে সেই নম্বরে পাকিস্তান লেখা রয়েছে সেই কারণেও অত্যন্ত দুশ্চিন্তায় প্রধান শিক্ষিকা।