কুসংস্কার! ডুবে যাওয়া সন্তানের পেট থেকে জল বের করতে চলল ঝাঁড়ফুক, চলে গেল প্রাণ
ডুবে যাওয়া সন্তানকে তুলে হাসপাতালে না নিয়ে পুকুরপাড়ে চলল ঝাড়ফুঁক । শিশুটির পেট থেকে জল বের করতে চলে নানা ধরনের কারসাজি। হাসপাতালেও নিয়ে গেলেও দেড় বছরের শিশুটিকে বাঁচানো যায়নি।
ডুবে যাওয়া সন্তানকে তুলে হাসপাতালে না নিয়ে পুকুরপাড়ে চলল ঝাড়ফুঁক । শিশুটির পেট থেকে জল বের করতে চলে নানা ধরনের কারসাজি । দীর্ঘসময় এভাবে কাটানোর পর পরিস্থিতি বেগতিক দেখে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । হাসপাতালেও নিয়ে গেলেও দেড় বছরের শিশুটিকে বাঁচানো যায়নি । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর চরাবিদ্যা পঞ্চায়েতের ৪ নম্বর পেটুয়াখালি গ্রামে।
বাচ্চাটির দাদু আজিজুর রহমান মোল্লা বলেন,‘গ্রামের ডাক্তার উনি আসতে দেরি করায় আমরা পুকুরে ঘোরানো, জল বের করার জন্য কিছু কাজকর্ম করেছি। অনেকেই মনে করছেন, ওই গ্রামের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন থাকার কারণেই শিশুটির প্রাণ গেল। একই অনুমান পুলিশেরও। গোটা ঘটনার অনুসন্ধান শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।