আরামবাগে দলীয় কর্মীদের সামনে রীতিমত হুংকার দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন,'ভোটার তালিকা সংশোধন হলে চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। বাংলায় কাউকে বাদ দিলে প্রতিবাদ করব আমরা।'
মোদীর জনসভা থেকেই ঘোষণা করেছিলেন তিনি রাজ্যে বিজেপির হয়ে কাজ করে দেবেন। তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে যে করেই হোক ২০১৬ সালের বিধানসভা নির্বাচন থেকে সরিয়ে দিতে হবে। যেমন কথা তেমনই কাজ। তিনি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিলেন। তিনি ভোটা লিস্ট সংশোধনের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, বাংলার কাউকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলে তিনি প্রতিবাদ করবেন।
আরামবাগে দলীয় কর্মীদের সামনে রীতিমত হুংকার দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন,'ভোটার তালিকা সংশোধন হলে চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। বাংলায় কাউকে বাদ দিলে প্রতিবাদ করব আমরা।' এখানেই শেষ নয়, বিজেপি নেতা মিঠুন বলেন, 'মার খেয়ে বাড়ি ফিরবেন না। পারলে মাবেন। এই সরকার দুর্নীতিগ্রস্ত। রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই।' তিনি ভোটার তালিকা নিয়ে বলেন, যারা বাইরে থেকে এসেছে তারা কোথা থেকে এসেছে? এই রাজ্যের কাউকে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে বিজেপিও প্রতিবাদ করবে। তিনি জানিয়েছেন অভিনেতা হিলেবে তার সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। হুমায়ুন কবীরের নতুন দল প্রসঙ্গে মিঠুন বলেন, যেকেউ নতুন দল করতেই পারে। তার কোনও সমস্যা নেই।
যদিও মিঠুনকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য় হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয়ে তৃণমূল ছেড়েছেন। বাংলা মাটির সঙ্গে কোনও যোগ নেই। কল্যাণ বলেন, 'মিঠুনকে অভিনেতা হিসেবে সম্মান করি। পলিটিশিয়ান হিসেবে উনি একটা জোকার। উনি কোনও কিছু জানেন না। হঠাৎ করেই একদিন চলে আসেন। '
