পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে ? সাংসদ শান্তনু ঠাকুরের জবাবে বিড়ম্বনায় গেরুয়া শিবির
পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা কি বিজেপির পাশে থাকবে, এই প্রশ্নের জবাবে সাংসদ শান্তনু ঠাকুর উল্টে বললেন এর উত্তর ভালো দেবে বিজেপির রাজ্য নেতৃত্ব ।
রবিবার সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘে রাস উৎসব নিয়ে বৈঠক ছিল ঠাকুরবাড়িতে | সেই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর | বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বনগাঁর সাংসদ | তাঁর কাছে প্রশ্ন ছিল, পঞ্চায়েত ভোটে বিজেপির পাশেই থাকবেন মতুয়ারা? এই প্রশ্নের জবাবে সাংসদ শান্তনু ঠাকুর উল্টে বললেন এর উত্তর ভালো দেবে বিজেপির রাজ্য নেতৃত্ব | উল্টোদিকে মমতাবালা ঠাকুর দাবি করেন পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন