গুরু পূর্ণিমার দিন বোনের মঙ্গল কামনায় আয়োজিত হল বোনফোঁটার, আয়োজন করল মালদা শহরের একদল মহিলা
কেউ শিক্ষিকা কেউ ব্যাংক কর্মী কেউ আবার কলেজ পড়ুয়া, বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত গুরু পূর্ণিমার দিন মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন জায়গায় আয়োজন করল বোনফোঁটার ।
কেউ শিক্ষিকা কেউ ব্যাংক কর্মী কেউ আবার কলেজ পড়ুয়া, বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত গুরু পূর্ণিমার দিন মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন জায়গায় আয়োজন করল বোনফোঁটার। শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা | তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোঁটা দেন তারা