গঙ্গা ভাঙ্গনে বিপন্ন বোটানিক্যাল গার্ডেন, আজ পরিস্থিতি খতিয়ে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত

গঙ্গা ভাঙ্গনে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বিপর্যস্ত অবস্থা , বোটানিক্যাল গার্ডেনের থাকা বড়ো বড়ো গাছ পরে থাকতে দেখা যায় গঙ্গার পারে । নজরদাঁড়ির অভাবে এটা হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদ সুভাষ দত্ত ।

/ Updated: Dec 06 2022, 08:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গঙ্গা ভাঙ্গনে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বিপর্যস্ত অবস্থা , বোটানিক্যাল গার্ডেনের থাকা বড়ো বড়ো গাছ পরে থাকতে দেখা যায় গঙ্গার পারে । আজ বেলা ১২ টা  নাগাদ  লঞ্চে করে হাওড়া বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন পরিবেশবিদ সুভাষ দত্ত | ৫০০ মিটার মত ভাঙ্গন হয়েছে কলকাতার বন্দর সহ বোটানিক্যাল গার্ডেনের | এই নিয়ে পরিবেশবিদ আদালতে একটি মামলা দায়ের করবেন বলে জানান | নজরদাঁড়ির অভাবে এটা হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদ সুভাষ দত্ত ।