'সন্দেশখালিতে মেয়েদের অবস্থা শোচনীয়', সন্দেশখালির নির্যাতিতার সঙ্গে কথা বলে জানান বৃন্দা কারাত

বৃন্দা কারাত জানান 'সারা দেশে সন্দেশখালির মতো ঘটনা প্রথম ঘটেছে, সরকার কোনও পদক্ষেপ করছে না'। 'সন্দেশখালিতে মেয়েদের অবস্থা শোচনীয়'।

 

/ Updated: Feb 21 2024, 05:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে বৃন্দা কারাতকে আটকায় পুলিশ।  সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়। এরপর সন্দেশখালির নতুনপাড়াতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন বৃন্দা কারাত। বৃন্দা কারাত জানান 'সারা দেশে সন্দেশখালির মতো ঘটনা প্রথম ঘটেছে, সরকার কোনও পদক্ষেপ করছে না'। 'সন্দেশখালিতে মেয়েদের অবস্থা শোচনীয়'।