বড়সড় সাফল্য বিএসএফের, নদীয়ার সীমান্ত থেকে উদ্ধার আড়াই কোটি টাকার সোনার বিস্কুট
বড়সড় সাফল্য পেল বিএসএফ। তাঁরা নদীয়ার সীমান্ত এলাকায় সোনা চোরাচালান বানচাল করে 30টি সোনার বিস্কুট উদ্ধার করে। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন সাড়ে তিন কেজি ও দাম প্রায় আড়াই কোটি টাকা।
বড়সড় সাফল্য পেল বিএসএফ। তাঁরা নদীয়ার সীমান্ত এলাকায় সোনা চোরাচালান বানচাল করে 30টি সোনার বিস্কুট উদ্ধার করে। পাশাপাশি তিন চোরা চালানকারিকে হাতেনাতে ধরে ফেলে। বিএসএফ মারফত জানা যায় সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে যাচ্ছিল চোরাকারবারীরা। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন সাড়ে তিন কেজি ও দাম প্রায় আড়াই কোটি টাকা।