- Home
- West Bengal
- West Bengal News
- Ram Nabami: রাাম নবমীতে রাম মন্দিরের ভূমি পুজো শুভেন্দুর, দিলীপ দাপিয়ে বেড়ালেন বুলেটে- দেখুন ছবিতে
Ram Nabami: রাাম নবমীতে রাম মন্দিরের ভূমি পুজো শুভেন্দুর, দিলীপ দাপিয়ে বেড়ালেন বুলেটে- দেখুন ছবিতে
Ram Nabami:রাম নবমী উপলক্ষ্যে জমজমাট মেদিনীপুর। বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতার ঠাসা কর্মসূচি। একদিনে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো শুভেন্দু অধিকারীর। অন্যদিকে বুলেট চেপে মিছিল করলেন দিলীপ ঘোষ।
- FB
- TW
- Linkdin
)
রাম নবমী
রাম নবমী উপলক্ষ্যে জমজমাট মেদিনীপুর। বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতার ঠাসা কর্মসূচি। একদিনে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো শুভেন্দু অধিকারীর। অন্যদিকে বুলেট চেপে মিছিল করলেন দিলীপ ঘোষ।
সোনাচূড়ার মন্দির
রাম নবমী উপলক্ষ্যে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠান করলেন শুভেন্দু অধিকারী।
সাধু সন্তদের মধ্যে বিজেপি নেতা
সোনাচূড়ায় সাধু সন্তদের মধ্যে থেকেই রাম নবমীর অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। যদিও তার আগে তিনি বাইক ব়্যালিতে অংশগ্রহণ করেন।
হিন্দুদের আহ্বান
রাম নবমী উপলক্ষ্যে সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আগেই এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু। পরবর্তীতে তিনি ৫০ লক্ষ হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানান। তিনি বাংলার হিন্দুদের এক হতে বলেন।
শুভেন্দু উবাচ
রাম নবমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নাম নাা করেই কার্যত হুংকার দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এতে সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে।'
শুভেন্দুর পোশাক
এদিন শুভেন্দু অধিকারীর পরনে ছিল হলুদ পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। আর গলায় ছিল উত্তরীয়।
দিলীপ ঘোষ
পিছিয়ে নেই বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের এলকায় খড়গপুরে সকাল থেকেই সক্রিয় ছিলেন দিলীপ।
বাইক মিছিল
রাম নবমী উপলক্ষ্যে সকাল থেকেই এলাকায় বাইক মিছিল হয়। সেখানেই অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
বুলেটে দিলীপ
বুলেট চেপেই বাইক মিছিলে অংশ নেন দিলীপ। যদিও তাঁর সতীর্থ শুভেন্দু অধিকারীর মাথায় হেলমেট ছিল। কিন্তু হেলমেটের তোয়াক্কা না করেই বাইকের চালকের আসনে বসেন দিলীপ।
দিলীপ উবাচ
মর্নিং ওয়াকের সময় দিলীপ বলেছিলেন, 'জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা আজ রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে। আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও।'
নজর কাড়লেন দিলীপ
এদিন অবশ্য মুডেই ছিলেন দিলীপ ঘোষ। পোশাকেও নজর কেড়েছেন তিনি। রোদচশমা থেকে গেরুয়া পাগড়ি এদিন তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল। বিজেপি সূত্রের খবর সভপতি পদে ক্যামব্যাক করতেই পারেন দিলীপ।
১১।