- Home
- West Bengal
- West Bengal News
- Mid Day Meal: পুষ্টির সঙ্গে আপোষ নয়, মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সুখবর কেন্দ্রের
Mid Day Meal: পুষ্টির সঙ্গে আপোষ নয়, মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সুখবর কেন্দ্রের
Mid Day Meal News: সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সুখবর দিলো কেন্দ্রীয় সরকার। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। ফলে আগামী মে মাস থেকেই বর্ধিত হারে মিড-ডে মিল পেতে চলেছে ছাত্র-ছাত্রীরা। বরাদ্দ বৃদ্ধিতে খুশি শিক্ষামহলও। জানুন আরও…

মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি
মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মিড-ডে মিলের খাবারে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
কত টাকা বরাদ্দ বৃদ্ধি?
প্রাক প্রাথমিক, প্রাথমিকে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৩৯ পয়সা। এবং উচ্চ প্রাথমিকে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ৮৮ পয়সা। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার।
মিড ডে মিলে রাজ্য ও কেন্দ্রের বরাদ্দ কত?
বাচ্চাদের মিড ডে মিলে রাজ্য দেয় ৪০ শতাংশ ও কেন্দ্র দেয় ৬০ শতাংশ বরাদ্দ। নতুন বরাদ্দ বৃদ্ধিতে এই টাকা বেড়ে হল- প্রাথমিকে ৬টাকা ১৯ পয়সা থেকে ৬ টাকা ৭৮ পয়সা।
উচ্চ প্রাথমিকে মোট কত বরাদ্দ বাড়ল
উচ্চ প্রাথমিকে আগে বরাদ্দ ছিলো ৯ টাকা ২৯ পয়সা। এবার মোট বরাদ্দ বাড়ল ১০ টাকা ১৭ পয়সা।
কবে থেকে কার্যকর হচ্ছে নয়া বরাদ্দ বৃদ্ধি?
জানা গিয়েছে আগামী মে মাস থেকে এই বরাদ্দ বৃদ্ধি চালু হয়ে যাবে স্কুলগুলিতে। কারণ, সরকারের উদ্দেশ্য হল বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া। এবং আরও সহায়তা প্রদান করা।
নতুন বরাদ্দ বৃদ্ধিতে সরকারের খরচ কত?
নতুন এই বরাদ্দ বৃদ্ধিতে সরকারের মোট খরচ হচ্ছে ৯৫৪ কোটি টাকা। ২০২৫-২০২৬ অর্থবর্ষে এই টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।
কেন্দ্রের সিদ্ধান্তে অখুশি শিক্ষকমহল!
মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির ঘোষণায় কেন্দ্রের এই সিদ্ধান্তে অবশ্য খুশি নয় শিক্ষক মহলের একাংশ। তাঁদের মতে পুষ্টিকর খাবারের জন্য কেন্দ্রের উচিত আরও বরাদ্দ বাড়ানো।
খরচের মধ্যে আর কী কী রয়েছে?
জানা গিয়েছে, ডাল দেওয়া হয় প্রাক প্রাথমিক, প্রাথমিকের জন্য ২০ গ্রাম। উচ্চ প্রাথমিকের জন্য ৩০ গ্রাম। সবজি প্রাক প্রাথমিক, প্রাথমিকের জন্য ৫০ গ্রাম। উচ্চ প্রাথমিকের জন্য বরাদ্দ ৭৫ গ্রাম। তেল বরাদ্দ রয়েছে --প্রাক প্রাথমিক, প্রাথমিকের জন্য ৫ গ্রাম, উচ্চ প্রাথমিকের জন্য ৭.৫ গ্রাম। বাকি তেলমশলা প্রয়োজন অনুযায়ী।

