অভিনব উদ্যোগ মালদহের চাঁচল কার্নিভাল কমিটির, বর্ষবরণ উৎসবের সূচনা পর্বে আলপনা আঁকার এক প্রতিযোগিতার আয়োজন
নতুন বছরকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগ মালদহের চাঁচল কার্নিভাল কমিটির । বর্ষবরণ উৎসবের সূচনা পর্বে রঙিন আলপনা আঁকার এক প্রতিযোগিতার আয়োজন করে এই কমিটি ।
বর্ষবরণে উৎসবের রঙিন আবহে মেতে উঠেছে বিশ্ববাসী | আতশবাজির রঙিন আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে | তবে নতুন বছরকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগ মালদহের চাঁচল কার্নিভাল কমিটির | বর্ষবরণ উৎসবের প্রারম্ভিক পর্বে রঙিন আলপনা আঁকার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল | প্রতিযোগিতা চলাকালীন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ নিজেও তুলি হাতে নেমে পড়েন | তিনি বলেন,'চিত্রশিল্পীদের অঙ্কিত রঙিন আলপনাগুলি দেখে আমি অভিভূত' |