সারা দেশের মতোই পশ্চিমঙ্গের মানুষও বুধবার বিকেলে চন্দ্রযান-৩-এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিকে নজর রেখেছিলেন। ইসরোর অভিযান সফল হতেই দেশজুড়ে আনন্দের ঢেউ।

চন্দ্রযান-৩ অভিযান সফল হতেই ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, 'চন্দ্রযান-৩-কে অভিবাদন। এর বিস্ময়কর সাফল্যকে অভিবাদন। ইসরোকে অভিবাদন। চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠানোর অভিযানের ক্ষেত্রে আমাদের দেশের চমকপ্রদ কৃতিত্বকে অভিবাদন। আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতির প্রমাণ দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। এই অভিযানের সঙ্গে যুক্ত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আসুন, আমরা সবাই এই রাজকীয় মুহূর্ত উদযাপন করি এবং জ্ঞান ও প্রয়োগের ক্ষেত্রে ভারতের আরও উন্নতি কামনা করি। ভারতকে অভিবাদন, জয় হিন্দ।' মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলার সাধারণ মানুষও ইসরোর এই সাফল্যে উচ্ছ্বসিত। দলমত নির্বিশেষে সবাই বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। 'এক্স'-এ শুভেন্দু লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য ইসরোকে অভিনন্দন। চন্দ্রযান-৩ অভিযানের বিক্রম সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আমরা প্রথম দেশ হিসেবে চাঁদের নিষিদ্ধ দক্ষিণ মেরুতে অবতরণ করলাম। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে আমরা চাঁদে রোভারকে কাজে লাগাতে পারছি। আশা করি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান সব কাজই সফলভাবে করতে পারবে এবং চন্দ্রযান-৩ অভিযান দুর্দান্ত সাফল্য পাবে। ভারতমাতার জয়, জয় হিন্দ।’

Scroll to load tweet…

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের সঙ্গে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করল। মহাকাশে নতুন যাত্রা ভারতের উচ্চাকাঙ্খাকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছে। মহাকাশ প্রকল্পের জন্য সারা বিশ্বের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। ভারতীয় সংস্থাগুলির জন্য মহাকাশের পথ খুলে যাচ্ছে। এর ফলে আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি হবে।’

Scroll to load tweet…

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'এক্স'-এ লিখেছেন, ‘চন্দ্রযান-৩-এর সাফল্য প্রতিটি ভারতীয়র মিলিত সাফল্য। সারা দেশের ১৪০ কোটি মানুষ আনন্দিত। ৬ দশকের দীর্ঘ মহাকাশ গবেষণায় আরও একটি কৃতিত্বের সাক্ষী থাকল দেশ।’

Scroll to load tweet…

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, 'এটি ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত।'

Scroll to load tweet…

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও চন্দ্রযান-৩-এর সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে মহাকাশ ইতিহাসে সোনালি অধ্যায় যোগ করল ভারত।’

Scroll to load tweet…

রাজনৈতিক মহলের পাশাপাশি সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের ইসরোর বিজ্ঞানীদের এই কৃতিত্বে গর্বিত। সবাই ইসরোকে অভিনন্দন জানাচ্ছেন।

আরও পড়ুন-

'আপনার নাম সোমনাথ-আপনি তো সফল হবেনই', চন্দ্রযান ৩য়ের সফল অবতরণের পরেই ইসরো প্রধানের সঙ্গে ফোনে কথা মোদীর

ভারতের জন্য মাথা উঁচু করার মুহুর্ত- চন্দ্রযান ৩য়ের সফল অবতরণে ইসরোর সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী মোদী

Chandrayaan 3 Moon Landing : চাঁদ বুড়ির কোলে নামল চন্দ্রযান ৩