Chandrayaan 3 Moon Landing : চাঁদ বুড়ির কোলে নামল চন্দ্রযান ৩, স্বপ্ন সফল কোটি কোটি ভারতবাসীর
চন্দ্রযান-৩ বুধবার সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে । ভারত বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে তার যান অবতরণ করাল ।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্য । চন্দ্রযান-৩ বুধবার সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে । ভারত বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে তার যান অবতরণ করাল । দক্ষিণ আফ্রিকা থেকে এই মিশন সরাসরি দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ISRO-এর সাফল্য নিয়ে তিনি বলেছিলেন যে এটি উন্নত ভারতের মুহূর্ত ।