আদালত নয়, এবার থেকে জেলাশাসকের নির্দেশেই শিশু দত্তক নেওয়া যাবে, নতুন আইনে দুই শিশু দত্তক দেওয়া হল

এতদিন আদালতে নির্দেশে শিশু দত্তক নেওয়া যেত, এবার থেকে জেলাশাসকের নির্দেশেই শিশু দত্তক নেওয়া যাবে । নতুন আইনে রাজ্যে প্রথম এই দুই শিশু দত্তক দেওয়া হল

/ Updated: Dec 12 2022, 09:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এতদিন আদালতে নির্দেশে শিশু দত্তক নেওয়া যেত, এবার থেকে জেলাশাসকের নির্দেশেই শিশু দত্তক নেওয়া যাবে । নতুন আইনে রাজ্যে প্রথম এই দুই শিশু দত্তক দেওয়া হল | একজনের বয়স নয় মাস ও অপরজনের বয়স প্রায় দুই বছর | এই শিশুকন্যাদের দত্তক নিলেন মালদহের দুই দম্পতি | ওই শিশুকন্যারা বেড়ে উঠেছে মালদা জেলা সমাজকল্যান দপ্তরের অধীনস্ত আবাসানে | ওই সমাজকল্যান দপ্তর গত ১০বছরে এমন ১৫৬জন শিশুকে মা ও বাবা খুঁজে দিয়েছেন | শিশুকন্যাদের নতুন বাবা মা দিতে পেরে যথেষ্ট খুশি মালদা জেলা শাসক নীতিন সিংহনিয়া