সংক্ষিপ্ত

আগামিকাল সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সন্দেশখালিতে হবে প্রশাসনিকসভা।

 

আগামিকাল, সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রশাসনিক সভা করবেন। রবিবার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনমঠে হেলিকপ্টারের মহড়াও হয়। শাহজাহানকাণ্ডের প্রায় এক বছর পরে সন্দেশখালিতে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের মাত্র এক দিন পরেই সবন্দেশখালি যাচ্ছে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আগামিকাল সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সন্দেশখালিতে হবে প্রশাসনিকসভা। বড় কর্মসূচি রয়েছে মমতা। নদী ঘেরা দ্বীপ সন্দেশখালি। আর সেই কারণেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটের ওপর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সন্দেশখালি। সন্দেশখালির একদিকে রয়েছে জঙ্গল। আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার থেকেই সক্রিয় পুলিশ প্রশাসন। রবিবার হেলিপ্যাড পরিদর্শন করে উত্তর ২৪ পরগনার জেলা শাসক-সহ একাধিক কর্তাব্যক্তিরা। মহড়ায় উপস্থিত ছিলেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর সফরের মাত্র এক দিন পরেই সন্দেশখালি সফর করবেব শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জনসংযোগ যাত্রা করবেন। তাই বলা যেতে বছর শেষে জমজমাট সন্দেশখালি। মুখ্যমন্ত্রী-বিরোধী দলনেতার সফর ঘিরে রীতিমত উৎসবের মেজারে রয়েছে দ্বীপের বাসিন্দারা।

চলতি বছর লোকসভা ভোটের আগেই উত্তাল হয়েছিল সন্দেশখালি। তৃণমূল কংগ্রেস নেতা শেখশাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি থেকে মহিলাদের ওপর অত্যাচার - একাধিক অভিযোগ উঠেছিল। বর্তমানে জেলবন্দি শাহজাহান। তাঁকে তৃণমূল থেকেই বহিষ্কার করা হয়েছে। সেই সময় উত্তাল হয়েছিল সন্দেশখালি। রাজ্যের তো বটেই জাতীয় সংবাদ মাধ্যমেও জায়গা করে নিয়েছিল সন্দেশখালি। বর্ষশেষে মমতা ও শুভেন্দুর সফর ঘিরে আবারও উত্তাল হতে চলেছে সন্দেশখালি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।