দোলং নদীতে বিষক্রিয়ায় ভেসে উঠছে মাছ! লুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রানী

দোলং নদীতে বিষক্রিয়ায় ভেসে উঠছে মাছ! সেই মাছ ধরতেই দুপুর থেকে ভিড় নদীর চারপাশে। কোচবিহারের মাথাভাঙ্গা ২ নং ব্লকের লতাপোতা ও বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলং নদীতে বিষক্রিয়া। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ নদীতে বিষ ছড়িয়ে দিয়েছে।

/ Updated: Nov 25 2022, 11:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দোলং নদীতে বিষক্রিয়ায় ভেসে উঠছে মাছ! সেই মাছ ধরতেই দুপুর থেকে ভিড় নদীর চারপাশে। কোচবিহারের মাথাভাঙ্গা ২ নং ব্লকের লতাপোতা ও বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলং নদীতে বিষক্রিয়া। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ নদীতে বিষ ছড়িয়ে দিয়েছে, তার ফলেই একাধিক প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। দুপুর থেকে এই মরা মাছ ধরতেই নদীতে ভিড়। নদীতে বিষ মেশানোর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। লুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রানী। জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন স্থানীয়রা।