সংক্ষিপ্ত
বামফ্রন্টের শাসনকালে একটি কলেজে সিপিআই(এম) নেতার আত্মীয়ের নিয়োগের বিষয়ে কিছু অসঙ্গতি পেয়েছেন। ব্রাত্য বসুর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন সুজন চক্রবর্তী।
বাম আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তার প্রমাণ খুঁজে বার করা হবে বলে আজই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারই কড়া জবাব দিলেন সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, 'এটা পরিহাস কিনা আমি বলতে পারব না। এটা পরিহাস বলেই মনে হচ্ছে। ' তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে তা থেকে জনগণের নজর ঘোরাতেই ব্রাত্য বসু সিপিআই(এম)কে টার্গেট করেছেন ব্রাত্য বসু। কারণ সামনে আসছে তৃণমূল নেতাদের টাকা নিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া ঘটনা। পাশাপাশি তিনি বলেন আজও ২০১২ সালে অয়ন শীলের কাছে টাকাও দেওয়ার অভিযোগ করা হয়েছে। যারা টাকা দিয়েছেন তাঁরা বলেছেন ২০১২ সালে তারা নিয়োগের জন্য টাকা দিয়েছেন। কিন্তু সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। তিনি আরও বলেন, ব্রাত্য বসু নিয়োগ দুর্নীতি সম্পর্কে পার্থ চট্টোপাধ্য়ায়েক কাঁধেই দায়িত্ব তুলে দেন। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন তৃণমূল সংগঠিত অপরাধ করে। তাই মন্ত্রী খোঁজার প্রয়োজন নেই।
বাম আমলে চিরকূটে লিখেই নিয়োগ হত- একাধিক জনসভায় তেমনই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই 'চিরকূট' খোঁজার কাজই শুরু হবে বলে জানিয়ে দিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, বামফ্রন্টের শাসনকালে একটি কলেজে সিবিআই নেতার আত্মীয়ের নিয়োগের বিষয়ে কিছু অসঙ্গতি পেয়েছেন। এজাতীয় আরও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। স্কুল ও কলেজগুলিকে খোঁজ করা হচ্ছে এজাতীয় দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রমাণ জোগাড় করা হয়েছে। তিনি আরও বলেন, বাম আমলে শুধুমাত্র একটি চিট বা চিরকূটের মাধ্যেই হয়েছিল।
সাংবাদিক সম্মলেন ব্রাত্য বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল ২০১১ সালে ক্ষমতায় আসার পরথেকরে ১২ বছর ধরে এই সরকার এই বিষয়ে কোনও বিষদ বিবরণ প্রকাশ করেনি। কিন্তু যখন শুধুমাত্র পুরো তৃণমূল দলকেই দুর্নীতিগ্রস্ত হিসেবে অপমান করা হচ্ছে তখন আর হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। সেই জন্য এখন পুরনো সমস্ত দুর্নীতি খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন তিনি সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পাঠিয়ে দেবেন।
ব্রাত্য বসু বলেন, ১৯৮৭ সালে সিপিআই(এম) নেতার স্ত্রীর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিছু অসঙ্গতি তাঁরা পেয়েছেন। যাঁকে নিয়োগ করা হয়েছিল ২০২০ সালে তিনি অবসর নিয়েছেন। ব্রাত্য বসু বলেন, লিখিত বা মৌখিক পরীক্ষার কোনও প্রমাণ তারা পাননি। তাই স্বভাবই প্রশ্ন উঠছে কী করে নিয়োগ করা হয়েছিল সিপিআই(এম) নেতার আত্মীয়কে? ব্রাত্য বসু বলেন 'আমরা প্রতিশোধ নয় পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেছিলাম। আর সেই কারণেই এজাতীয় বিষয়ে কোনও কাজ করিনি।' তিনি আরও বলেন, এখন সময় এসেগেছে সিপিআই(এম) মুখোশ খুলে ফেলার।
ব্রাত্য বসু বলেন, তাঁর সরকার এমন কোনও মানুষের জন্য কোনও পদক্ষেপ করবে না যাদের কোনও দোষ নেই। আর সেই কারণেই শ্বেতপত্র প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, আদালতেরও দৃষ্টি আকর্ষণ করা হবে নিয়োগ দুর্নীতি নিয়ে। তিনি আরও বলেন, সিপিআই(এম)এর প্রতিটি পরিবারেই একজন করে রাজ্য সরকারি কর্মী রয়েছেন। যারমধ্যে শিক্ষক রয়েছে। আবার অক্ষিক কর্মীও রয়েছে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৩৪ বছরের বাম জমানায় শিক্ষক বা অক্ষিক চাকরিতে নিয়ম ভাঙার অভিযোগে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। তারপরই এই বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে।