WB weather Update: ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’ শ্রীলঙ্কায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং দক্ষিণ ভারতেও আঘাত হেনেছে, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বাংলায় তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে ‘দিতওয়ার’ সাইক্লনের জেরে শ্রীলঙ্কায় শুরু হয়েছে মৃত্যু মিছিল। সেখানে স্কুল কলেজ সব বন্ধ। সেখানে উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়া-এর ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত এবং বন্যা শ্রীলঙ্কায় জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) অনুসারে, এখনও পর্যন্ত ১২৩ জন মারা গেছেন, এবং ১৩০ জন নিখোঁজ। শ্রীলঙ্কার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে অন্ধ্রের ছবিটাও ভয়াবহ। ‘দিতওয়ার’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়। সূত্রের খবর এই ঝড়টি শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এটি উপকূলে আছড়ে পড়তে পরে দক্ষিণ ভারতে শক্তি দেখিয়েছে। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর এবার ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’। শনিবার লাল সতর্কতা জারি ছিল তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে। রবিবার তিন রাজ্যে তা্ণ্ডব চালিয়েছে এই ঝড়।
এবার জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। জানা গিয়েছে. বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে আছে জোড়া নিম্নচাপ। এর জেরে গরম বাড়বে বাংলায়। চলতি সপ্তাহে গরম বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। তেমনই নেই বৃষ্টির সম্ভাবনা। সূত্রের খবর আগামী সোমবার পর্যন্ত ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে কমবে গরম। শুক্রবারের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নীচে। রবিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে নিম্নমুখী হবে পারদ। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি।


