'ডেঙ্গু এখন একটু একটু আছে, ঠাণ্ডা পড়লেই কমে যাবে' কৃষ্ণনগরে বার্তা মুখ্যমন্ত্রী-র

রাস উৎসবে যোগ দিতে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গু-র বাড়-বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন। এ দিন কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী বলেন, 'ডেঙ্গু এখন একটু একটু আছে, ঠাণ্ডা পড়লেই কমে যাবে।

/ Updated: Nov 09 2022, 04:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাস উৎসবে যোগ দিতে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গু-র বাড়-বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন।  এ দিন কৃষ্ণনগরে  মুখ্যমন্ত্রী বলেন, 'ডেঙ্গু এখন একটু একটু আছে, ঠাণ্ডা পড়লেই কমে যাবে। তাই আমি পঞ্চায়েত, পুরসভার কর্মীদের বলব আপনারা সতর্ক থাকুন। এলাকা পরিষ্কার করুন। আপনার আশে পাশে মশা বাড়তে দেবেন না। এরপর মমতা বলেন, ‘বহুদিন আগে কৃষ্ণনগরের মানুষ আমাদের দুটো লোকসভা দিয়েছিলেন। কিন্তু এখন দুটো নির্বাচনে পর পর মাত্র কৃষ্ণনগর সিট আমরা পেয়েছি। রানাঘাট পায়নি। মাত্র বিধানসভাতেও একটা আসন পেলাম। কারণটা কী ভেবে দেখেছেন কি? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, বিজেপি কী এমন করল, যে মিথ্যে কথা বলে লোকসভা সিট নিল। বিধানসভার সিট নিল। কাজ কিছু করেছে? একটাও কিছু করেছে?’