- Home
- West Bengal
- West Bengal News
- ২০২৬ সালের আগেই ক্ষমতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়? তৃণমূল নেতার কথায় বড় রদবদলের ইঙ্গিত
২০২৬ সালের আগেই ক্ষমতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়? তৃণমূল নেতার কথায় বড় রদবদলের ইঙ্গিত
- FB
- TW
- Linkdin
তৃণমূল কংগ্রেসের বড় পরিবর্তন!
২০২৬ সালের আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্য হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তেমনই গুঞ্জন তৃণমূল কংগ্রেসের অন্দরে।
অভিষেকের জন্য সওয়াল
সৌগত রায়, কুণাল ঘোষের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সওয়ার করলেন বিধায়ক হুমায়ুন কবীর।
উত্তরসূরী অভিষেক!
তৃণমূল কংগ্রেসের একাংশের কথায় অভিষেকই মমতার যোগ্য উত্তরসুরী। আর সেই কারণেই ২০২৬ সালের আগেই তাঁকে মন্ত্রী করে বড় চমক দিতে পারেন দলনেত্রী।
হুমায়ুনের অভিষেক বন্দনা
বধায়ক হুমায়ুন কবীর বলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক। তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে অভিষেগ যোগ্য উত্তরসুরী।
অভিষেকের সক্রিয়তা
সম্প্রতি দলের অত্যন্ত সক্রিয় অভিষেক। চোখের চিকিৎসার জন্য তিন মাসের বিরতি নেওয়ার পর তিনি প্রথম প্রকাশ্যে আসেন কালীপুজোর দিন পিসির বাড়ির কালীপুজোতে।
জন্মদিনে অভিষেক
জন্মদিনে নিজে রাস্তায় নেমে এসে দেখা করেন অনুগামী ও দলের নেতা কর্মীদের সঙ্গে। এবার তাঁর জন্মদিনও ধুমধামের সঙ্গে সেলিব্রেট করেন তৃণমূলের নেতা ও কর্মীরা।
জন্মদিনে বার্তা
জন্মদিনের দিনই তিনি জনিয়ে দিয়েছিলেন সাংগঠনির রদবদলের একটি খসড়া তিনি দলনেত্রীকে দিয়েছেন। আগামী দিনে সেইমত দল সেইমত সাজান হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন। তৃণমূল সূত্রের খবর অভিষেকের প্রস্তাব মত দলের কাটছাঁট হতে পারে।
অভিষেকের তৎপরতা
পঞ্চায়েত ভোটের আগে থেকেই অভিষেক তৎপর ছিলন। তাঁর নব জোয়ার যাত্রা রীতিমত সাড়া ফেল দিয়েছিল। পঞ্চায়েত থেকে লোকসভা ভোটে সাফল্য- অভিষেকের কৃতিত্ব অস্বীকার করতে পারে না তৃণমূল কংগ্রেস।
হুমায়ুনের কথায়
হুমায়ুন করীব অবশ্য বলেছেন, অভিষেককে উপমুখ্যমন্ত্রী করলে চাপ কমবে মমতা বন্দ্যোপধ্যয়ের। দলনেত্রীর কাজের চাপ অনেক বেশি বলেও দাবি করেছেন। আর সেই কারণেই অভিষেককে প্রশসনে আনা ভাল বলেও দাবি করেছেন।
কী বলছেন অভিষেক
যদিও এই বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলেননি। তবে দলীয় স্তরে যে অভিষেকের প্রভাব ধীরে ধীরে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।