পুজোর মুখে বিপর্যয়! কশতলায় নদী বাঁধ ভাঙায় চাষ জমি তলিয়ে যাওয়ার ভয়! আতঙ্কে গ্রামবাসীরা!
হঠাৎ করে রবিবার দিন সকালবেলা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কশতলার নদী বাঁধে ১০০ মিটার ধস নিয়ে নেমে যায়। নিম্নচাপের জেরেই এই বিপর্যয়। বেলা বাড়ার সঙ্গে জোয়ার উঠলে নোনা জল ধানের চাষের জমিতে ঢুকে যাওয়ার আশঙ্কা।
হঠাৎ করে রবিবার দিন সকালবেলা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কশতলার নদী বাঁধে ১০০ মিটার ধস নিয়ে নেমে যায়। নিম্নচাপের জেরেই এই বিপর্যয়। বেলা বাড়ার সঙ্গে জোয়ার উঠলে নোনা জল ধানের চাষের জমিতে ঢুকে যাওয়ার আশঙ্কা। যদিও সিভিল ডিফেন্সের কর্মীরা ইতিমধ্যেই নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে।