'বিভেদের বেড়াজাল মানি না, বাংলাদেশে সুস্থ সংস্কৃতি ফিরে আসুক,' বার্তা কাজি নজরুল ইসলামের প্রপৌত্রীর

বাংলাদেশের যে পরিস্থিতিই হোক, আমরা চাইব সুস্থ সংস্কৃতি ফিরে আসুক,' বার্তা কাজি নজরুল ইসলামের প্রপৌত্রী, সঙ্গীতশিল্পী নূপুর কাজির।

 

/ Updated: Oct 30 2024, 06:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'ওদেশ আর এদেশ বলে আমি কোনও বেড়াজাল মানি না। আমি মনে করি বাংলাদেশ আর ভারতবর্ষ একটাই দেশ। কাজি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের বিশ্বকবি, এটা আমি মনে করি না। বাংলাদেশের যে পরিস্থিতিই হোক, আমরা চাইব সুস্থ সংস্কৃতি ফিরে আসুক,' বার্তা কাজি নজরুল ইসলামের প্রপৌত্রী, সঙ্গীতশিল্পী নূপুর কাজির।