- Home
- West Bengal
- West Bengal News
- বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! সিব্বালের বিপক্ষে সওয়াল করবেন ইন্দিরা জয়সিংহ, কতটা দুঁদে উকিল তিনি?
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! সিব্বালের বিপক্ষে সওয়াল করবেন ইন্দিরা জয়সিংহ, কতটা দুঁদে উকিল তিনি?
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! সিব্বালের বিপক্ষে সওয়াল করবেন ইন্দিরা জয়সিংহ, কতটা দুঁদে উকিল তিনি?
| Published : Sep 17 2024, 09:07 AM IST
- FB
- TW
- Linkdin
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
মঙ্গলবার শুনানি রয়েছে আরজিকর মামলার। সেই শুনানির অপেক্ষায় রয়েছেন সকলেই। এর মাঝেই এ বড় খবর। শীর্ষ আদালতে জুনিয়র চিকিৎসকেদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
অত্যন্ত দুঁদে আইনজীবী হিসাবেই পরিচিত এই ইন্দিরা জয়সিংহ। এই শুনানিতেই চিকিৎসকেদের হয়ে সওয়াল করতে দেখা যাবে তাঁকে।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে আইনজীবী গীতা লুথরার পরিবর্তে এবার সওয়াল করবেন ইন্দিরা দেবী।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
রবিবারই জুনিয়র চিকিৎসকেদের আইনজীবী হিসাবে তাঁর নাম সামনে আসে।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
আরজিকর মামলা এখনও পর্যন্ত ৩৪টি পক্ষ রয়েছে। কম করে ২০০ জন আইনজীবী লড়ছেন এই মামলায়।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
এই মামলায় রাজ্য সরকারের তরফে লড়ছেন কপিল সিব্বল। এবার তাঁর বিরুদ্ধে চিকিৎসকেদের হয়ে প্রশ্ন করবেন ৮৪ বছরের ইন্দিরা জয়সিংহ।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
সুপ্রিম কোর্টের শুনানি সাধারণ মানুষ যাতে সরাসরি দেখতে পায় তার জন্য লড়েছিলেন এই ইন্দিরা জয়সিংহই। আদালতের কাছে শুনানির লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করেছিলেন ইন্দিরা জয়সিং। শেষ পর্যন্ত বিচারপতি এতে মান্যতা দেয়।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
প্রসঙ্গত গত সোমবার সুপ্রিমকোর্টের তরফে মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় জুনিয়র চিকিৎসকেদের। সোমবার রাতে নিজেদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকেও বসেন চিকিৎসকেরা।
বদলে গেল চিকিৎসকেদের আইনজীবী! কতটা দুঁদে উকিল ইন্দিরা জয়সিংহ?
আজ শুনানির পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা এমনই জানা গিয়েছে সূত্র মারফত।