- Home
- West Bengal
- West Bengal News
- Dry Day: সুরাপ্রেমীদের জন্য সংবাদ! আর কিছুণের মধ্যেই টানা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ মদের দোকান
Dry Day: সুরাপ্রেমীদের জন্য সংবাদ! আর কিছুণের মধ্যেই টানা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ মদের দোকান
- FB
- TW
- Linkdin
বন্ধ মদের দোকান
আজ থেকেই ড্রাই ডে শুরু কলকাতায়। শুধু কলকাতায় নয়, কলকাতা সংগল্ন উত্তর ২৪ পরগনা আর দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বন্ধ হয়ে যাবে মদের দোকান।
ভোটে তিন জেলায়
শনিবার সারা দেশের সঙ্গে এই রাজ্যেও সপ্তম দফায় নির্বাচন। ভোট গ্রহণ হবে রাজ্যের ৯টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা জেলা। সেই কারণেই তিন জেলাতেই ড্রাই ডে শুরু হয়ে যাবে।
ড্রাই ডে
কলকাতা-সহ তিন জেলায় আজ বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সমস্ত মদের দোকান।
ড্রাই ডের সময়সীমা
তিন জেলায় বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে ড্রাই ডের সময়সীমা। শেষ হবে শনিবার বিকেলে।
শুক্রবার পুরো বন্ধ
শুক্রবার পুরোপুরি বন্ধ থাকবে কলকাতা ও দুই ২৪ পরগনার সমস্ত মদের দোকান।
১ জুন ভোট
১ জুন রাজ্যে ভোট। নিরাপত্তার জন্য তিন জেলার সমস্ত মদের দোকান বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের নির্দেশ
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত বারগুলি একদম বন্ধ থাকবে। কমিশনের নির্দেশে বন্ধ থাকবে সমস্ত বারও।
পরেও বন্ধ মদের দোকান
নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জুন ভোট গণনার দিনও রাজ্যের সমস্ত জেলায় বন্ধ থাকবে মদের দোকান।
নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা
কলকাতা সহ তিন জেলায় ভোটের কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। কলকাতা ছাড়াও ব্যারাকপুর, বিধাননগর, বারাসতের একটি অংশেও টহল দেবে নিরাপত্তা বাহিনী।
ভাঙড়ের নিরাপত্তা
নির্বাচন কমিশনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ভাঙড়ে। সেখানে মোতায়েন থাকবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাতের দিকে কলকাতায় নিরাপত্তার জন্য ৭২টি নাইট পেট্রোল ভেইক্যালের ব্যবস্থা থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী।