- Home
- West Bengal
- West Bengal News
- পুজোর অনুদান ফেরত দিয়ে বিপাকে ক্লাবগুলো, পুজো কমিটির ওপর চাপ সৃষ্টি করল রাজ্য সরকার
পুজোর অনুদান ফেরত দিয়ে বিপাকে ক্লাবগুলো, পুজো কমিটির ওপর চাপ সৃষ্টি করল রাজ্য সরকার
- FB
- TW
- Linkdin
অনুদান ফেরানো ক্লাবগুলোকে উল্টো চাপ দিল রাজ্য সরকার। পুজোর মুখে মাথায় হাত পড়ল ক্লাবগুলোর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে বাড়ল বিপত্তি।
৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। সারা রাজ্য জুড়ে শুরু হয় প্রতিবাদ।
ডাক্তার থেকে সাধারণ মানুষ এমনকী মহিলারাও পথে নামেন। এখনও চলছে প্রতিবাদ। আজও মিছিল করবেন ডাক্তাররা।
এদিকে প্রতিবাদ করতে পুজোয় অনুদান ফিরিয়ে দিয়েছেন। সারা রাজ্য জুড়ে ৪১,৮৮৯ টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিলেন। কিন্তু, এদের মধ্যে থেকে ৫৯টি পুজো কমিটি অনুদান ফিরিয়েছে।
এবার বিপাকে পড়লেন সেই সকল কমিটি। যে সকল পুজো কমিটিগুলো রাজ্য সরকারের পুজো অনুদান ফেরত দেবে তাঁদেরকে এবার বিদ্যুতের ভর্তুকি দেওয়া হবে না।
একথা শুনে মাথায় হাত সকলের। চাপে পড়েছেন এই সকল পুজো কমিটি। বিশেষ করে বিপাকে হুগলির পুজো কমিটিগুলো।
হুগলিতে মূলত CESC এলাকার কিছু কমিটি রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করেছে। পুজো কমিটির কর্তাদের দাবি, CESC র পক্ষ থেকে ফোন করে বলা হয়েছে, যেহেতু অনুদান ফেরত দেওযা হয়েছে তাই তাদের বিদ্যুতের মাসুলে ছাড় মিলবে না। তারা CESC -র ধার্য করা বিল জমা দিচ্ছেন।
এখন প্রশ্ন হল রাজ্যের অনুদানের সঙ্গে বেসরকারি সংস্থা CESC -র ছাড় না দেওয়ার কী সম্পর্ক। নানা প্রতিক্রিয়া মিলেছে। এর প্রশ্নের উত্তরে CESC কোনও জবাব দেয়নি।
জানা গিয়েছে, আগেই বিদ্যুতের বিল বাবদ ১০১০ টাকা অনলাইনে জমা দিয়েছিল এক কমিটি। সেটা ছিল ছাড়-সহ। তারপর ৩০৩০ টাকা চাওয়া হয়েছে যা অনলাইনে জমা দেওয়া যাবে না।
সে যাই হোক, আপাতত বিপাকে পুজো কমিটির সদস্যরা। আপাতত তাদের পুজোয় বিদ্যুতের বিলে ছাড় মিলবে না বলে খবর।