- Home
- West Bengal
- West Bengal News
- কয়লা পাচারের সঙ্গে কী লিঙ্ক আইপ্যাকের? কেনইবা ED-র নজরে প্রতীক জৈন- রইল বিস্তারিত তথ্য
কয়লা পাচারের সঙ্গে কী লিঙ্ক আইপ্যাকের? কেনইবা ED-র নজরে প্রতীক জৈন- রইল বিস্তারিত তথ্য
I-PAC: ইডি একটি প্রেস রিলিজ জারি করে। সেখানে দাবি করা হয়, কলয়াপাচার-কাণ্ডে কলকাতা ও দিল্লি-সহ ৬ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। আইপ্যাকর সঙ্গে কয়লা পাচারের যোগের কথাও জানিয়েছে।

ED-র নজরে আইপ্যাক
বৃহস্পতিবার সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাকের কর্ণধারের অফিস আর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেন। তিনি সেখানে গিয়ে ফাইলপত্র এমনকি হার্ডডিস্ক পর্যন্ত সরিয়ে নিয়ে যান। তিনি দাবি করেন তাঁর দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোপন নথিপত্র নিতে এসেছিল ইডি। কিন্তু ইডির তরফে বিবৃতি জারি করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কী কারণে আইপক্যাকে তল্লাশি অভিযান।
১০ জায়গায় তল্লাশি
ইডি একটি প্রেস রিলিজ জারি করে। সেখানে দাবি করা হয়, কলয়াপাচার-কাণ্ডে কলকাতা ও দিল্লি-সহ ৬ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে কলকাতায় ৬টি স্থান আর দিল্লির ১০টি স্থান। কয়লাপাচারকাণ্ডেই এই তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে। পাশাপাশি ইডি স্পষ্ট করে দিয়েছে কোনও রাজনৈতিক উদ্দেশ্যে এই তল্লাশি নয়। সম্পূর্ণ আইন মেনেই তল্লাশি করা হচ্ছে।
কয়লাপাচারের সঙ্গে আইপ্যাকের যোগাযোগ
কয়লা পাচারের সঙ্গে আইপ্যাকের কী যোগসূত্র রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে ইডি। ইডি জানিয়েছে কয়লা কেলেঙ্কারি ইস্যুতে অনুপ মাঝির যে ব়্যাকেটের কথা বলেছে তাতেই আইপ্যাক ও কর্ণধার প্রতীক জৈনের নাম সামনে আসে। ইডি স্পষ্ট করে জানিয়েছে,আইপ্যাকের মধ্যস্থতায় হাওয়ালার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার লেনদেন হয়েছে।
কয়লা পাচার
ইডি জানিয়েছে, অনুপ মাঝি যে ব়্যাকেটের কথা জানিয়েছে, তাতে চুরির কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ায় একাধিক কোম্পানিকে বিক্রি করা হতো। চুরির অধিকাংশ কয়লা বিক্রি হয়েছে ব শাকম্ভরী গ্রুপ ও কোম্পানিজে। এই বিক্রিবাট্টাতেই নাম জড়িয়ে রয়েছে আইপ্যাকের।
অভিযুক্তদের বয়ান
ইডি সূত্রের খবর কয়লা পাচারকাণ্ডে কয়েকজন অভিযুক্তের বয়ানে প্রতীক জৈনের নাম উঠেছে। তাদের কথায় প্রতীক জৈনের মাধ্যমে বা তার মধ্যস্থতায় বেশ কিছু লেনদেন হয়েছে। আর সেই কারণেই সব তথ্য খতিয়ে দেখতেই প্রতীক জৈনের বাড়ি আর অফিসে তল্লাশি চালান হয়েছে বলে ইডি সূত্রের খবর।

