- Home
- West Bengal
- West Bengal News
- বাংলায় লেখা বয়ান জমা দিল ইডি! এই সুযোগেই জামিন পেলেন অনুব্রত মণ্ডল? কেন্দ্রীয় দলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন
বাংলায় লেখা বয়ান জমা দিল ইডি! এই সুযোগেই জামিন পেলেন অনুব্রত মণ্ডল? কেন্দ্রীয় দলের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন
- FB
- TW
- Linkdin
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
ইডির গরু পাচারের মামলা থেকেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সব ঠিক থাকলে সোমবারই তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি।
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
এই আবহে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়িতে। রীতিমতো বাজি ফাটানো হচ্ছে অনুব্রত-র বাড়িতে। তবে কীসের ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত?
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
জানা গিয়েছে অনুব্রতর জামিনের কপি রাউজ অ্যাভিনিউ কোর্ট আপলোড করেছে তাতে সরাসরি অনুব্রত গরু পাচার বা আর্থিক লেনদেন সঙ্গে যুক্ত তা উল্লেখ করেনি ইডি।
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
শুধু তাই নয়, এই কেসে যারা সাক্ষী ও অভিযুক্ত সকলেই বাংলায় বয়ান দিয়েছেন।
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
বয়ান বাংলায় লেখা বলে তা বুঝতে পারছেন না বিচারকরা। এইসব বয়ান ইংরেজিতেও ইডিকে লিখে রাখার কথা বলা হয়েছিল কিন্তু তা করে রাখতে পারেনি ইডি।
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
এরপরেই ইডির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। কীভাবে সাধারণ একটা অনুবাদ এড়িয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা?
কী কারণে জামিন পেলেন অনুব্রত?
এর আগেও স্বাস্থ্যের কারণে জামিন চেয়েছিলেন অনুব্রত । এবার সাধারণভাবে জামিনের আবেদন করেছিলেন আর তাতেই জামিন মঞ্জুর করেছে আদালত।