সংক্ষিপ্ত

এলাকার এক বাসিন্দা বলেন, ‘বুধবার রাতে বাবলু বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সেই সময় পাশের জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়ে।’ 

পশ্চিমবঙ্গে ফের হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। বুধবার এক মৃত্যুর সাক্ষী থাকল উত্তরবঙ্গ। এদিন রাতে এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক। এই ব্লকের অন্তর্গত লছমন ডাবরি এলাকায় হাতির হামলায় মৃত্যু হল বাবলু রহমান নামে এলাকার এক ব্যক্তির।

বুধবার রাতে নিজের বাড়ি থেকে বাইরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন বাবলু রহমান। আচমকাই বাড়ির পাশের কুঞ্জনগর জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি দাঁতাল হাতি। বাবলুকে সামনে দেখে হঠাতই উত্তেজিত হয়ে তাঁর উপর আক্রমণ করে সেই হাতি। শুঁড় দিয়ে বাবলুর হাত পেঁচিয়ে ধরে ছিঁড়ে দেয় দাঁতালটি। তাঁর চিৎকারে সেই স্থানে ছুটে আসেন এলাকার মানুষজন। হাতিটি তখন সেই স্থান ছেড়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় বাবলুকে। তারপর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা শোচনীয় দেখে ওই হাসপাতাল তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয়। আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবলুর।

এলাকার এক বাসিন্দা বলেন, ‘বুধবার রাতে বাবলু বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সেই সময় পাশের জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়ে। বাবলু হাতিটির সামনে পড়ে যায়। তার পরেই এই দুর্ঘটনা।’ বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় ময়রাডাঙ্গা বিটের বন কর্মীরা পৌঁছলে তাঁদের ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। বাবলুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বন দফতর সূত্রে জানা গেছে, যথাযথ নিয়মকানুন মেনে বাবলুর পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের আবেদন করলে তাঁদের তরফ থেকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন-

৫ বছরের সাজা ঘোষণার পরেও ‘বন্দে ভারত’-এ হামলার কমতি নেই, আবার ঢিল ছুড়ে ভাঙা হল কাঁচ
কলকাতায় এবার বড় চাকরির সুযোগ, শীঘ্রই শহরে অফিস খুলতে চলেছে ইনফোসিস
আপনি কি প্রায়শই গ্যাস-অম্বলের সমস্যায় ভুগছেন? অ্যান্টাসিড খাওয়ার চেয়ে এই ঘরোয়া নিয়মগুলি মেনে চললেই পাবেন সুফল