১১৩ বছর পরও চলছে নদীয়ার ডাকাতদের সেই কালীপুজো! জেনে নিন সেই বিস্ময়কর ইতিহাস!

সালটি ছিল ১৯১০। ব্রিটিশদের অত্যাচারে তখন জেরবার ভারতীয়রা। সেই সময় মাজদিয়ার এক দল ডাকাত শিয়ালদহ থেকে ঢাকা যাওয়ার ব্রিটিশদের মালবাহী ট্রেন লুট করে সেই লুঠের সমগ্রী গরিবদের মধ্যে বিলিয়ে দেয়।

/ Updated: Oct 29 2024, 07:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সালটি ছিল ১৯১০। ব্রিটিশদের অত্যাচারে তখন জেরবার ভারতীয়রা। সেই সময় মাজদিয়ার এক দল ডাকাত শিয়ালদহ থেকে ঢাকা যাওয়ার ব্রিটিশদের মালবাহী ট্রেন লুট করে সেই লুঠের সমগ্রী গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। পুলিশ তাদের খোঁজ শুরু করলে ডাকাতরা লুট করা জিনিস গভীর জঙ্গলে লুকিয়ে রাখে এবং মা কালীকে মানত করে। পুলিশ ডাকাতদের ধরতে পারে না। তখন থেকেই এই কালীপুজো শুরু হয় যা এখনও চলছে।