Hooghly News Today: ফেসবুক লাইভের মাঝেই দম্পতির চরম পদক্ষেপ! ভাইরাল সেই ভয়াবহ ভিডিও

ফেসবুকে লাইক ভিডিও করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতি। ঘটনাটি ঘটেছে হুগলীর পাণ্ডুয়ার ক্ষীরখণ্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলিসণ্ডা গ্রামে।

/ Updated: Dec 19 2024, 01:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফেসবুকে লাইক ভিডিও করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতি। ঘটনাটি ঘটেছে হুগলীর পাণ্ডুয়ার ক্ষীরখণ্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলিসণ্ডা গ্রামে। সূত্রের খবর কলিসণ্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল ক্ষীরখণ্ডির অলোকের। তবে কিছু বছর যাবত তাঁদের সেই সম্পর্কে ফাটল ধরে। টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয় বলে জানা যায়। আসিফ সমাজ মাধ্যমে এসে লাইভ ভিডিও করে এবং অলোকের সম্পর্কে কটু কথা বলে বলে অভিযোগ। এর জেরে অলোক ও তাঁর স্ত্রী আসিফের বাড়ি যায়। সেখানে বচসা শুরু হতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে স্বামী-স্ত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

Read More