ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা! নিশানায় বিজেপি, পুলিশকে কড়া নির্দেশ মমতার

রানাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার নিরাপত্তা নিয়ে আরও কড়া হওয়ার পরামর্শ দেন তিনি। BSF-এর এক্তিয়ার নিয়ে পুলিশকে দিলেন কড়া নির্দেশ। তিনি বলেন, 'BSF-এর অন্যায়-অত্যাচার যাতে না হয়, নজর রাখতে হবে।'

/ Updated: Nov 10 2022, 05:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবারের রানাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার নিরাপত্তা নিয়ে আরও কড়া হওয়ার পরামর্শ দেন তিনি। BSF-এর এক্তিয়ার নিয়ে পুলিশকে দিলেন কড়া নির্দেশ। তিনি বলেন, 'BSF-এর অন্যায়-অত্যাচার যাতে না হয়, নজর রাখতে হবে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রানাঘাটের অনেক জায়গা আছে, আমরা বলতাম ধানতলা থেকে বানতলা। অর্থাৎ হঠাৎ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে হবে। বাড়াতে হবে নাকা চেকিং।’ মুখ্যমন্ত্রী কঠোর ভাবে নির্দেশ দিয়ে বলেন, ‘সব জায়গায় নাকা চেকিং এখন থেকে বাড়াও। বিহার থেকে এক হাজার টাকায় অস্ত্র চলে আছে। ওপার থেকে চলে আসছে। ইধার-উধার থেকে চলে আসছে। এগুলো সামলাতে হবে।’ এরপর উত্তরবঙ্গ প্রসঙ্গ টেনে বলেন, ‘উত্তরবঙ্গকে ছিন্নভিন্ন করার জন্য সীমান্তের ওপার থেকে অস্ত্র চলে আসছে। এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে।' ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা, নিশানায় বিজেপি!