ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন

বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারি ছাপাখানায় হানা দিল ইডি। একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছে। সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাদের একাউন্টে। গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে ইডি আধিকারিকদের।

Share this Video

বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারি ছাপাখানায় হানা দিল ইডি। একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছে। সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাদের একাউন্টে। গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে ইডি আধিকারিকদের। এর জেরেই ছাপা কারখানায় ইডির হানা।

Related Video