অবশেষে হলুদ ট্যাক্সির যুগের অবসান! চালকদের প্রতিবাদে তপ্ত কলকাতার রাজপথ

১৫ বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে। এর জেরে কলকাতায় অনেক কমে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি রুজির সংকটে পড়বেন ট্যাক্সিচালক ও পরিবারেরা।

/ Updated: Dec 07 2024, 12:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৫ বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে। এর জেরে কলকাতায় অনেক কমে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি রুজির সংকটে পড়বেন ট্যাক্সিচালক ও পরিবারেরা। এর জেরে পথে নামলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণী।