সংক্ষিপ্ত

আর ডাক্তার নন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! বাতিল হল রেজিস্ট্রেশন। 

আর ডাক্তার নন আর জি করের অপসারিত অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আরজিকরকাণ্ডে তথ্য লোপাটের দায়ে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এর মধ্যেই তাঁর রেজিস্ট্রশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

দূর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলা রয়েছে সন্দীপের ঘাড়ে। গত শুক্রবারই তাঁকে শোকজ করা হয়েছিল।বলা হয়েছিল এই নোটিশের তিন দিনের মধ্যে উত্তর না দিতে পারলে রেজিস্ট্রেশ বাতিল করে দেওয়া হবে। সেই মতো বৃহস্পতিবার পদক্ষেপ নিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

বুধবার রাজ্য মেডিক্যালে একটি বৈঠক করা হয়। ওই বৈঠকেই সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের সপক্ষে মতামত দেন বেশিরভাগ চিকিৎসক।

এ প্রসঙ্গে কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানান,

" আমরা কোনও জবাব পাইনি। সুদীপ্তবাবুর নির্দেশ মেনেই আইনজীবীর সঙ্গে আলোচনা করা হয়। কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে এবং ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম (ইনফেমাস কন্ডাক্ট) হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতো বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান, তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম।"

                          আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।